নির্বাসিত

-১০ ফেব্রুয়ারি ২০১৭

আমি কোন অপরাধে,
আজ নির্বাসিত শহর মাঝে,
আমি কেন আজ একাকী
সকাল সাজে,
যেন পরছি বারে-বারে
গোলক ধাঁধার ফাঁদে,
যদিও আছি সবার মাঝে
কেন শূন্যতা ধরছে ঘিরে ।

আমি বসে আছি হয়ে একা
কার আশাতে,
কে দিবে মোরে মুক্তি
এই নির্বাসন হতে,
কোন এক বিকেলে
আসবে কি সে ফিরে,
না কি দিবে সে দেখা
কোন এক কাকা ডাকা সকালে,
যে দিয়েছে নির্বাসন আমারে ।

না কি, আমি থাকব হয়ে চির নির্বাসিত
ব্যথায় বেদনায় দিন হবে যাপিত,
আমি কোন অপরাধে, অপরাধী
কি হবে ক্ষমা না পাই যদি
তবে কি, আমি থাকব চির কাল এই নির্বাসনে ।।
Report abuse