মাঝে মাঝে

-২১ জুন ২০১৭

মাঝে মাঝে যখন
বন্দি থাকি একলা ঘরে, তখন
বসে বসে কবিতা লিখতে ইচ্ছে হয় না,
ইচ্ছে হয় ছুটে যাই দূর প্রান্তরে।

মাঝে মাঝে যখন
গ্রীষ্মের রোদ মাঠ-ঘাট খাঁ খাঁ করে, তখন
বসে বসে কবিতা লিখতে ইচ্ছে হয় না,
ইচ্ছে হয় সাঁতার কাটি ঐ দূর পুকুরে।

মাঝে মাঝে যখন
বর্ষায় বৃষ্টি নামে সাঁজে, তখন
বসে বসে কবিতা লিখতে ইচ্ছে হয় না,
ইচ্ছে হয় বৃষ্টি দিয়ে যাক ভিজিয়ে।

মাঝে মাঝে যখন
শরত এর মেঘ যায় উড়ে, তখন
বসে বসে কবিতা লিখতে ইচ্ছে হয় না,
ইচ্ছে হয় নিয়ম গুল সব দেই গুড়িয়ে।

মাঝে মাঝে যখন
শীতের হাওয়া এসে ঢুকে ঘরে, তখন
বসে বসে কবিতা লিখতে ইচ্ছে হয় না,
ইচ্ছে হয় হাওয়ার সাথে ভেসে যাই দূর দেশে
নাই বা এলাম আবার ফিরে।

মাঝে মাঝে যখন
কৃষক ধান কাটে, তখন
বসে বসে কবিতা লিখতে ইচ্ছে হয় না,
ইচ্ছে হয় আমিও যোগ দেই তাদের সাথে ।

মাঝে মাঝে যখন
বসন্তের ফুল ফোটে গাছে, তখন
বসে বসে কবিতা লিখতে ইচ্ছে হয় না,
ইচ্ছে হয় মৌমাছি হয়ে ফুলের উপর গিয়ে বসি
ফেলে দিয়ে সব কাজ পাছে ।

মাঝে মাঝে যখন
তোমার কথা মনে পড়ে, তখন
বসে বসে কবিতা লিখতে ইচ্ছে হয় না,
ইচ্ছে হয় যাই তোমার হৃদয়ের গভীরে।
Report abuse