কবিতা তোমার নিমন্ত্রণ
২১ জানুয়ারি ২০১৭

যখন   বিরহ বেদনার জলে ভরিবে মোর নয়ন ,
যখন   ভালবাসা হারিয়ে
    অন্ধকারে খুঁজে ফিরবো আশারে,
যখন   থাকবে না কেউ আমারে করার যতন
যখন   থাকবে না পথ মোর যাবার ফিরে,
তখন   কবিতা তোমার নিমন্ত্রণ ।

যখন    এই ধরা ভরিবে দুঃখ-তাপে
    পাপীরা মাতবে মরণ-খেলায়,
যখন    মানুষ মানুষ রে দিবে অভিশাপ
যখন   নর-নারী মরবে হেলায়,
তখন   করিতে এই-সবের অবসান
    আনিতে ধরায় নতুন প্রাণ,
তখন   কবিতা তোমার নিমন্ত্রণ ।

যখন    অত্যাচারীরা করিবে সীমা লঙ্ঘন
    অত্যাচারে মরবে সাধারণ জনগণ,
তখন    তুলিতে প্রতিবাদের সুর
    করিতে দমন অসুর,
তখন   কবিতা তোমার নিমন্ত্রণ ।

যখন   ধরায় থাকবে শুধু হাসি
    ভালবাসা রাশি-রাশি,
যখন   সবাই গাইবে ভালবাসা আর সত্যের গান,
যখন   চলার বাকে, মানুষ স্বপ্ন দেখে
     করে স্বপ্ন ছোয়ার পণ,
তখন   কবিতা তোমার নিমন্ত্রণ ।

   জীবনে চলার পথে সব সময়-ই তোমার প্রয়োজন,
   কবিতা তোমার নিমন্ত্রণ ।।

Report abuse