বিদীর্ণ হৃদয়

-১৯ জুন ২০১৭

হৃদয়ে মোর কেন হইছে রক্ত ক্ষরণ?
আলোরা করছে অন্ধকারে বিচরণ
আন্ধার তুলছে আলোড়ন,
হৃদয়ে মোর কেন হইছে রক্ত ক্ষরণ?

লড়ছি লড়াই সত্যরে লোয়ে,
না করি ভয়, হবে হোক মরণ;
তবুও কেন পাইছি না জয়?
তিলে তিলে মোর বিশ্বাস যাচ্ছে ক্ষয়ে,
হৃদয়ে মোর হইছে রক্ত ক্ষরণ।

হে খোদা,
আমি কি সইবো আমরণ?
কেন মোর হৃদয়ে হইছে রক্ত ক্ষরণ?
দিতে হয় তবে দাও মরণ,
তবুও বন্ধ কর এ রক্ত ক্ষরণ।
Report abuse